বেশ সুখের সংসার ছিলো জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের। কিন্তু ২০২৩ সালের ৯ নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি সেই সংসার ভাঙার খবর দেন। তিনি জানান, চিকিৎসক স্ত্রী সানিয়া এশার সঙ্গে ৩ বছরের সম্পর্কের ইতি টেনেছেন তিনি। সেই ফেসবুক পোস্ট দেওয়ার পর এশা জানিয়েছিলেন, তিনি বিচ্ছেদ চাননি।
তখন থেকেই চাউর হয় সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গে অবৈধ প্রেমের গুঞ্জনে ঘর ভেঙেছে রাফসানের। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলে হইচই ও নানা রকম বিচার বিশ্লেষণ। তবে সেসব নিয়ে বরারবরই মুখে কুলুপ এঁটেছিলেন রাফসান ও জেফার দুজনই।
তার কিছুদিন পর দুজনকে একসঙ্গে দেখা যায় দেশে-বিদেশে নানা লোকেশনে। জোড়ালো হয় তাদের প্রেমের গুঞ্জনও। গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা যায়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে বিখ্যাত পেরি পেরি ফুডশপের ভেতরে দুজনের কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আরও পড়ুনঅবশেষে বিয়ে করছেন জেফার ও রাফসানরুশ, চীনা না তার্কিস, কোন দেশের সিনেমা দেখবেন আজ
এরপর এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে জানতে চাইলে জেফার জানান, তাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন চলছে, সেসব বিষয়ে তার কিছুই বলার নেই।
সে সময় জেফার আরও জানান, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তার ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন। এরপর তিনি বলেন, আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরা হওয়াই দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা বলুক, যা ইচ্ছা ভাবুক। জেফার সে সময় আরও বলেন, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না।’
সংগীতশিল্পী জেফার রহমান ও অনুষ্ঠান সঞ্চালক রাফসান সাবাবের প্রেম এতকাল ছিল গুঞ্জন। রসিকতা করে অনুরাগীরা তাদের বিয়ে করতে বলছিলেন অনেকদিন ধরে। সেটাই অবশেষে সত্যি হচ্ছে। জেফারের সঙ্গে প্রেমের জন্যই রাফসানের সংসার ভেঙেছে সেই সত্যতা না মিললেও জেফার ও রাফসান যে প্রেমে মজেছিলেন তার প্রমাণ মিললো দুজনের বিয়ের সিদ্ধান্তে। এই খবরে সেই পুরনো গুঞ্জন আবারও জমে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছু সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৪ জানুয়ারি) বিয়ে করছেন রাফসান ও জেফার। দুপক্ষের ঘনিষ্ঠ সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।
তারা জানিয়েছেন, ঢাকার আমিনবাজারের একটি অবকাশযাপন কেন্দ্রে তাদের বিয়ে। পরে আনুষ্ঠানিকভাবে সবাইকে ঘটনাটি জানাতে চেয়েছিলেন তারা।
অবশ্য সাবেক স্বামী রাফসানের নতুন বিয়ের খবরে এখনো মুখ খুলেননি চিকিৎসক সানিয়া এশা। তবে সোশ্যাল মিডিয়ায় সেই পুরনো আলোচনাই নতুন করে ফিরে এসেছে। অনেকেই জেফারের সঙ্গে পরকীয়াকেই দায়ী করছেন রাফসানের সংসার ভাঙার জন্য। তবে সব বিতর্ক এড়িয়ে এবারও চুপ আছেন নতুন জীবন শুরু করতে যাওয়া রাফসান ও জেফার।
এলআইএ