তথ্যপ্রযুক্তি

টেসলা সাইবারট্রাক কেন আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে

পাকিস্তানি সিরিয়াল মেরি জিন্দেগি হ্যায় তু-এর নায়ক কামিয়ারের গাড়ি দেখেই সবাই হতবাক হয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ঠিক একইভাবে, সম্প্রতি বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত মুম্বইয়ের রাস্তায় এমন একটি গাড়িতে দেখা দিয়েছেন, যা মুহূর্তে সবার দৃষ্টি কেড়ে নিয়েছে। ভাইরাল হওয়া ছবি ও ভিডিও দেখে প্রশ্ন ওঠে-এই অদ্ভুত, ভবিষ্যৎমুখী গাড়িটি আসলে কী? উত্তর একটাই, টেসলা সাইবারট্রাক।

টেসলা সাইবারট্রাকের উৎপত্তি ও বৈশিষ্ট্যটেসলা সাইবারট্রাক তৈরি করেছে আমেরিকান ইলেকট্রিক গাড়ি ও ক্লিন এনার্জি কোম্পানি টেসলা, যার নেতৃত্বে রয়েছেন সিইও ইলন মাস্ক। কোম্পানিটি স্বয়ংচালিত ডিজাইন এবং উদ্ভাবনী প্রযুক্তির জন্য বিশ্বজুড়ে পরিচিত।সাইবারট্রাক একটি ব্যাটারি-চালিত লাইট-ডিউটি ট্রাক, যা নভেম্বর ২০১৯ সালে উন্মোচন করা হয়। এর স্মার্ট ডিজাইন, আধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী পারফরম্যান্স মিলিয়ে গাড়ির ধারণাকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করেছে।

গাড়ির বাইরের অংশ আল্ট্রা-হার্ড ৩০এক্স কোল্ড-রোল্ড স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি, এই শক্ত বডি গাড়িটিকে আঁচড় এবং মরিচা থেকে রক্ষা করে। এমনকি এটি ছোটখাটো গুলির আঘাত সহ্য করার মতো সক্ষমতা রাখে বলে দাবি করা হয়েছে। বিশেষ উপাদানের কারণেই গাড়িটির কোণগুলো তীক্ষ্ণ এবং এটি দেখতে একটি সাঁজোয়া যানের মতো দেখায়।

নকশা ও প্রযুক্তির অভিনব সংমিশ্রণসাইবারট্রাকের ডিজাইন শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। টেসলা সাইবারট্রাক শুধু একটি গাড়ি নয়, এটি ভবিষ্যতের পরিবহন ব্যবস্থার এক উদাহরণ। প্রচলিত পিকআপ ট্রাকের ধারণা ভেঙে নতুন নকশা ও উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে এই বৈদ্যুতিক ট্রাক।

প্রযুক্তির দিক থেকে এটি বেশ উন্নত। এতে স্টিয়ার-বাই-ওয়্যার সিস্টেম, রিয়ার হুইল স্টিয়ারিং, বিশাল টাচস্ক্রিন ডিসপ্লে এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ার আউটলেট রয়েছে। গাড়িটি ছয়জন ধারণক্ষম এবং দরজায় প্রচলিত হাতলের পরিবর্তে বি-পিলারের জানালার প্রান্তে ছোট বোতাম রয়েছে, যা এক ক্লিকেই দরজা খুলতে পারে।

পারফরম্যান্স ও ব্যাটারি ক্ষমতাটেসলা সাইবারট্রাকে রয়েছে ১২২.৪ কিলোওয়াটের শক্তিশালী ব্যাটারি, যা একবার চার্জে প্রায় ৫৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ছুটতে পারে এই গাড়ি। মোটরের সংখ্যার ওপর ভিত্তি করে সাইবারট্রাক তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায়-সিঙ্গেল মোটর, ডুয়াল মোটর এবং ট্রাই মোটর। ট্রাই মোটর ভেরিয়েন্টটি মাত্র ২.৯ সেকেন্ডে ০ থেকে ৬০ মাইল প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে ।

স্মার্ট ফিচার ও অটোপাইলটগাড়িটিতে টেসলার উন্নত অটোপাইলট সিস্টেম রয়েছে, যা অটোমেটেড লেন-কিপিং, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল এবং সেল্ফ-পার্কিং সুবিধা দিয়ে থাকে। এছাড়া ওভার-দ্য-এয়ার সফটওয়্যার আপডেটের মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে নতুন ফিচার যুক্ত করা যায়।

বাজার মূল্যআন্তর্জাতিক বাজারে টেসলা সাইবারট্রাকের দাম ভেরিয়েন্টভেদে আলাদা। রিয়ার-হুইল ড্রাইভ (আর ডাব্লিউ ডি) যা একটি ডুয়াল-মোটর ইলেক্ট্রিক পাওয়ারট্রেন এর দাম ৬০,৯৯০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৪ লাখ ৬৮ হাজার টাকা। অল-হুইল ড্রাইভ (এ ডাব্লিউ ডি) মডেলের বেস প্রাইস ৭৯,৯৯০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৯৮ লাখ ৩৮ হাজার টাকা। আর সাইবারবিস্ট মডেলের দাম ৯৯,৯৯০ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। বাজারে চাহিদা ও গ্রহণযোগ্যতার ওপর ভিত্তি করে দাম কিছুটা ওঠানামা করতে পারে।

সূত্র: দ্য ইকোনোমিকস টাইমস

আরও পড়ুন: টেসলার নতুন এসইউভি ‘ওয়াই’, কী থাকছে গাড়িতে চালক ছাড়াই চলবে টেসলার নতুন গাড়ি 

এসএকেওয়াই/