ধর্ম

নারীদের গোঁফ গজালে তুলে ফেলা যাবে কি?

প্রশ্ন: নারীদের চেহারায় অনেক সময় স্বাভাবিকের চেয়ে বেশি লোম গজায় যা দেখতে ছেলেদের গোঁফ-দাঁড়ির মত দেখা যায়। এ রকম গোঁফ-দাড়ি তুলে ফেলা যাবে কি?

উত্তর: নারীদের চেহারায় এ রকম অতিরিক্ত লোম বা গোঁফ-দাড়ি গজালে তা তুলে ফেলা জায়েজ ও উত্তম।

নারীদের ভ্রু ছাড়া চেহারার অন্যান্য লোম এবং শরীরের অন্যান্য অঙ্গের যে কোনো রকম লোম তুলে ফেলা জায়েজ। বিশেষত শরীরের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে— এমন লোম অপসারণ করা জায়েজ, বরং উত্তম।

ইমাম নববী (রহ.) বলেন, নারীর দাড়ি, গোঁফ বা থুতনিতে লোম গজালে তা অপসারণ করা হারাম নয়, বরং মুস্তাহাব। (ফাতহুল বারী: ১০/৩৭৮)

প্রসিদ্ধ হানাফি ফকিহ ইবনে আবিদিন শামি (রহ.) ‘তাবয়িনুল মাহারিম’ গ্রন্থ থেকে উদ্ধৃত করে বলেন, কোনো নারীর দাড়ি বা গোঁফ গজালে তা অপসারণ করা হারাম নয়, বরং মুস্তাহাব। (রদ্দুল মুহতার: ৬/৩৭৩)

নারীদের ভ্রু তুলে ফেলা বা সরু করা নাজায়েজ। হাদিসে রাসুল (সা.) ভ্রু উপড়ে ফেলা, দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করা ইত্যাদি রূপচর্চাকে আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি গণ্য করে এগুলো যারা করে তাদের অভিশপ্ত বলেছেন। রাসুল (সা.) বলেন, আল্লাহ ওই সব নারীকে লানত করেছেন, যারা উল্কি অঙ্কন করে বা করায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রু উপড়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে; এরা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটিয়েছে। (সহিহ বুখারি: ৪৮৮৬)

ওএফএফ