নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় কর্মসূচিতে নাম আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আজহার উদ্দিন (৪৮) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আজহার উদ্দিন কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই ঘটনায় সবুজ, রিপন ও এমরাত নামে আরও তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় একটি কর্মসূচি নিয়ে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার একপর্যায়ে কর্মসূচির তালিকায় নামের অবস্থান নিয়ে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে একই ওয়ার্ডের যুবদল কর্মী রাজিব হোসেনের কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ ও আজহারকে এলোপাথাড়ি কুল ঘুসি মারেন। এ সময় রাজিবের ঘুষিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আজহার। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সবুজ, রিপন ও এমরাত নামে তিন জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, দলীয় কর্মসূচিতে নাম আগে-পরে দেওয়া নিয়ে দ্বন্দ্বে মারামারিতে আজহার নামে এক লোক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নাজমুল হুদা/কেএইচকে/এমএস