নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি বৈঠকে বসেছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির আহ্বায়ক বিচারপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।বৈঠকে আরো উপস্থিত রয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে বুধবার দেশের চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে করে সার্চ কমিটি।এর আগে মঙ্গলবার ২৬টি রাজনৈতিক দল থেকে প্রাপ্ত নামের তালিকা যাচাই-বাছাই করে ২০ জনের একটি খসড়া তালিকা তৈরি করে সার্চ কমিটি।গত সোমবার দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন সার্চ কমিটির সদস্যরা।এইউএ/এসএইচএস/পিআর