যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে বেপরোয়াভাবে চালানো একটি গাড়ির ধাক্কায় পথচারী তরুণী নিহতের ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড নয় বলে উল্লেখ করা হয়েছে। নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও জানিয়েছেন, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। নিউইয়র্ক অগ্নিনির্বাপন বিভাগ (এনওয়াইএফডি) এটাকে দুর্ঘটনা হিসেবেই দেখছে।
এনওয়াইএফডি জানিয়েছে, ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত পথচারী তরুণীর ১৩ বছর বয়সী বোন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গাড়িটি ফুটপাতে উঠে পথচারীদের ধাক্কা দিয়েছিল।
পুলিশ জানিয়েছে, গাড়ি চালক নৌবাহিনীর প্রাক্তন সদস্য রিচার্ড রজার্স (২৬)। তাকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। গাড়ি চালানোর সময় তিনি মদ্যপ ছিলেন। এর আগেও মদ্যপানের পর গাড়ি চালানোর দায়ে গ্রেফতার হয়েছিলেন তিনি।
টাইমস স্কয়ার দিয়ে প্রতিদিন তিন লাখ মানুষ চলাচল করে। এদের মধ্যে বেশিরভাগই বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া পর্যটক।
কেএ/টিটিএন/পিআর