সৌদি আরবের একটি সোফা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন। সৌদির রাজধানী রিয়াদের সিফা সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশিরা হলেন, শরীয়তপুরের নড়িয়া উপজেলার তমিজ উদ্দিন সরদারের ছেলে শহিদ সরদার (৩৫) এবং কিশোরগঞ্জের কুলিয়াচর থানার নজিরদিঘী গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগ(৩২)। নিহতদের ভাই তাদের পরিচয় নিশ্চিত করেছে।
বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর সরোয়ার আলম জানান, ইতিমধ্যে থানায় ও মেডিকেলে দূতাবাস থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে,তবে লাশ এখোনো সনাক্ত করা হয়নি, দ্রুত লাশ সনাক্তের চেষ্টা চলছে।
এএইচ/জেআইএম