করোনাকালীন চাকরির বাজারে চলছে অস্থিরতা। ফলে চাকরি নামক সোনার হরিণটি দিন দিনই অধরা হয়ে উঠছে। এ হতাশার মধ্যেও কিছু প্রতিষ্ঠান আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য আপডেট থাকতে হবে নিজেকে।
তাই চাকরিপ্রার্থীদের সুবিধার্থে তুলে ধরা হলো সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো। জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরির বিজ্ঞাপনটি—
• ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে উরি ব্যাংক• ওয়ান ব্যাংকে হেড অব অপারেশন্স পদে চাকরি• পাট গবেষণা ইনস্টিটিউটে ২০ জনের চাকরি• আরএফএল গ্রুপে ডেপুটি ম্যানেজার পদে চাকরি• ওয়ালটনে অ্যাডমিন অফিসার পদে চাকরির সুযোগ• বসুন্ধরা গ্রুপে ১৩ পদে চাকরি• অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে পলমল গ্রুপ• ওয়ান ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ• এইচএসসি পাসে চাকরি দিচ্ছে ওয়ালটন• বাংলাদেশ হোন্ডা লিমিটেডে চাকরির সুযোগ• একাধিক ডেপুটি ম্যানেজার নিচ্ছে আরএফএল গ্রুপ• আরএফএল গ্রুপে একাধিক চাকরির সুযোগ• ঢাকায় চাকরি দিচ্ছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি• আরএফএল গ্রুপে কর্পোরেট সেলসে চাকরি• ১০ জনকে চাকরির সুযোগ দিচ্ছে বিআরটিএ• শিপিং কর্পোরেশনে একাধিক চাকরির সুযোগ• জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ১১ জনের চাকরি• ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে চাকরি
> এ ছাড়া সপ্তাহের অন্যান্য চাকরির খোঁজ পেতে অনলাইন জব পোর্টাল জাগোজবস ডটকম ভিজিট করতে পারেন।
এসইউ/এএ/পিআর