যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় বন্যায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির। ভার্জিনিয়ার গভর্নর আর্ল রে টম্বলিন জানিয়েছেন, প্রচন্ড ঝড় এবং বন্যায় পুরো অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে। দেশের ৫৫টি কাউন্টির মধ্যে ৪৪টিতেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্যোগের সময় একটি শপিং সেন্টারে প্রায় ৫শ`র মত মানুষ আটকা পড়েছে। তাদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। বন্যায় প্রায় ১শ`র বেশি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কয়েক হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন যাপন করছে। পুরো রাজ্য জুড়ে নয় ইঞ্চি পরিমান বৃষ্টিপাত হয়েছে। গভর্নর জানিয়েছেন, ন্যাশনাল গার্ডের ২শ সদস্যকে উদ্ধার এবং অনুসন্ধান কাজে মোতায়েন করা হয়েছে। টিটিএন/এমএস