বলিউড বক্স অফিসে এই মুহূর্তে চলছে ত্রিমুখী লড়াই। একদিকে ইতিহাস গড়তে থাকা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’, অন্যদিকে প্রভাসের হরর-কমেডি ‘দ্য রাজা সাব’, আর সঙ্গে প্রেক্ষাগৃহে রয়েছে সম্প্রতি প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর শেষ সিনেমা ‘ইক্কিস’। তিন সিনেমার মধ্যেই চলছে টিকিট কাউন্টারের টানটান প্রতিযোগিতা।
৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ মুক্তির ৩৮ দিন পার করেও দারুণ দাপট ধরে রেখেছে। সিনেমাটি এখনো পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ৮০৫ দশমিক ৬৫ কোটি রুপি আয় করেছে। সোমবার (১২ জানুয়ারি), অর্থাৎ মুক্তির ৩৯তম দিনে সকাল ১১টা পর্যন্ত সিনেমাটির আয় দাঁড়িয়েছে শূন্য দশমিক ১০ কোটি রুপি।
অন্যদিকে প্রভাসের ‘দ্য রাজা সাব’ মুক্তি পেয়েছে ৯ জানুয়ারি। প্রথম দিনেই সিমোটি ৫৩ দশমিক ৭৫ কোটি রুপি আয় করে জোরালো সূচনা করে। দ্বিতীয় দিনে সংগ্রহ হয় ২৬ কোটি এবং তৃতীয় দিনে ২০ দশমিক ১২ কোটি রুপি। তবে চতুর্থ দিনে গতি কিছুটা কমেছে। ভারতের বিনোদন বাণিজ্যের তথ্যদাতা সংস্থা ‘স্যাকনিলক’র প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল ১১টা পর্যন্ত সিনেমাটির আয় শূন্য দশমিক ৪৪ কোটি রুপি।
এদিকে প্রয়াত ধর্মেন্দ্রর শেষ সিনেমা ‘ইক্কিস’ মুক্তির পর ১১ দিন পার হলেও বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। সিনেমাটি এই সময়ের মধ্যে মাত্র ২৮ দশমিক ২৫ কোটি রুপি আয় করেছে। দ্বাদশ দিনে সকাল ১১টা পর্যন্ত আয় হয়েছে মাত্র ২ লাখ রুপি।
আরও পড়ুন:প্রয়াত ‘ইন্ডিয়ান আইডল’ তারকা সালমানের সঙ্গে যে শেষ কাজটি করেছেন৩৭ দিনেও ‘ধুরন্ধর’র জয়জয়কার, কত আয় করেছে সিনেমাটি
সব মিলিয়ে তিন সিনেমার লড়াইয়ে আপাতত স্পষ্টভাবে এগিয়ে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। এখন দেখার, এই দৌড় কোথায় গিয়ে থামে এবং প্রভাসের ‘দ্য রাজা সাব’ বা ধর্মেন্দ্রর ‘ইক্কিস’ শেষ পর্যন্ত কতটা ঘুরে দাঁড়াতে পারে।
এমএমএফ/এমএস