আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৩টি আসনে অংশ নিচ্ছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। এসব আসনে নিজেদের দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি।
বুধবার (২১ জানুয়ারি) রাতে গণঅধিকার পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ শুরুতে ১০২ আসনে ১০৪ জন প্রার্থীর মনোনয়ন জমা দেন। পরে হাইকোর্টের নির্দেশে আরও দুই আসনে দুইজন মনোনয়ন দাখিল করেন। ফলে মোট ১০৪ আসনে ১০৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
এরপর ১২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন এবং একজনের বিষয়ে এখনো নির্বাচন কমিশনে আপিল অমীমাংসিত থাকায় চূড়ান্তভাবে ৯৩টি আসনে ‘ট্রাক’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ।
১. নুরুল হক নুর, পটুয়াখালী- ৩২. ফারুক হাসান, ঠাকুরগাঁও -২৩. শহিদুল ইসলাম ফাহিম, পটুয়াখালী- ১৪. আব্দুজ জাহের নোয়াখালী -৪৫. অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, কুড়িগ্রাম -৩৬. মাহফুজুর রহমান খান, গাজীপুর -২৭. রবিউল হাসান, পটুয়াখালী-৪৮. শফিকুল ইসলাম শফিক, কিশোরগঞ্জ -২৯. ওয়াহিদুর রহমান মিল্কি, নারায়ণগঞ্জ -৩১০. মীর শাহজাহান আলী, রাজশাহী-১১১. সৈয়দ মো. ইব্রাহীম রনক, ঢাকা -৫১২. আরিফুর রহমান ঢাকা- ১১১৩. বিন ইয়ামিন মোল্লা, কুড়িগ্রাম -১১৪. সুমন কবির, ঝিনাইদহ-৩১৫. এড. ফিরোজ মুন্সী, শরীয়তপুর -১১৬. এড. শেখ শওকত হোসেন, ঢাকা -১৯১৭. রেদুয়ান উল্লাহ, লক্ষ্মীপুর -৩১৮. হাবিবুর রহমান, পটুয়াখালী -২১৯. মো. আবুল বাশার বাদশা, রাঙ্গামাটি২০. মো. মেহেদী হাসান, নাটোর-১২১. ফারুক ফকির, ফরিদপুর -২ ২২. ফখরুল ইসলাম, ঢাকা-৬২৩. ওয়াসিম মিয়া, নারায়ণগঞ্জ -১২৪. সুরুজ্জামান সরকার, গাইবান্ধা - ৩২৫. বি এম গোলাপ হোসেন, চাঁদপুর-২২৬. ফারদিন ইয়ামিন, বরিশাল-৩২৭. হাবিবুর রশিদ, ঢাকা -৯২৮. মাহফুজুর রহমান, পঞ্চগড় -১২৯. মেঘনা আলম, ঢাকা -৮৩০. কামরুল হাসান, নারায়ণগঞ্জ -২৩১. আকমল হোসেন, সিলেট -১৩২. সোনালী আক্তার, সিরাজগঞ্জ -১৩৩. মাহফুজুর রহমান, সিরাজগঞ্জ-২৩৪. আবুল বাশার, লক্ষ্মীপুর -২ ৩৫. আজহার উদ্দিন, নোয়াখালী -৬ ৩৬. শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ -৩৩৭. আব্দুর নুর তালুকদার, মৌলভীবাজার -১৩৮. শফিকুল ইসলাম, টাঙ্গাইল-৫৩৯. মো. সেলিম সরকার, বগুড়া -২৪০. মো. মামুনুর রশিদ, ঠাকুরগাও-৩৪১. মাহামুদুল ইসলাম সাগর, ঝালকাঠি-২৪২. রঞ্জিত কুমার বাড়ৈ, বরিশাল-২৪৩. আতিক আবু তৈয়ব, ভোলা-৩৪৪. গোলাপ হোসাইন, চাঁদপুর-২৪৫. লিটন মিয়া, জামালপুর -৩৪৬. দ্বীন মোহাম্মদ, গোপালগঞ্জ -২৪৭. মামুন হোসেন, ঢাকা-১৬৪৮. জহিরুল ইসলাম, সিলেট -৪৪৯. জাকির হোসেন, চাঁদপুর-৩ ৫০. কাউসার আলম(সাগর) লক্ষ্মীপুর -১৫১. সাজ্জাদ আল ইসলাম, ঢাকা- ৩৫২. রমিজ বিন আরিফ, কুমিল্লা -১০৫৩. ইলিয়াছ হোসাইন, মানিকগঞ্জ-১৫৪. তরিকুল ইসলাম, ফেনী -২৫৫. এড. শিরিন আক্তার, নরসিংদী -১৫৬. শরিফুল ইসলাম, কুষ্টিয়া-৩৫৭. ইউসুফ আলী, সিরাজগঞ্জ -৫৫৮. ইকবাল হোসেন, জামালপুর -৪৫৯. জাকির হোসেন, জামালপুর-৫৬০. জাহিদুর রহমান, সিলেট-৬৬১. আইনুর রহমান জুয়েল, ভোলা-১৬২. খলিলুর রহমান, মাগুরা-১৬৩. জি. এম. রোকনুজ্জামান, খুলনা -১৬৪. ইঞ্জি. নিজাম উদ্দিন আকাশ, চট্টগ্রাম-১১৬৫. আরিফ ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৪৬৬. নাহিদ হাসান, নারায়ণগঞ্জ -৫৬৭. লায়ন নুর ইসলাম, নড়াইল -২৬৮. কাবির মিয়া, গোপালগঞ্জ -১৬৯. মিজানুর রহমান, ঢাকা- ১৩৭০. রাজিব মোল্লা, মাদারীপুর -১৭১. জাহিদ শেখ, রাজবাড়ী -২৭২. আক্তারুজ্জামান সম্রাট, শরীয়তপুর -২৭৩. আবুল বাশার, গোপালগঞ্জ -৩৭৪. রেজওয়ানুল ইসলাম সজিব, দিনাজপুর-১৭৫. শাহাবুল ইসলাম, কুষ্টিয়া -১৭৬. আবুল বাশার, ঢাকা -১২৭৭. রফিকুল ইসলাম, জামালপুর -১৭৮. আহসান হাবিব, ঢাকা -১৮৭৯. সালাউদ্দিন হাওলাদার, বরিশাল- ৬৮০. মাহমুদুল হাসান সাগর, ঝালকাঠি -২৮১. এটিএম পারভেজ, চট্টগ্রাম -৪৮২. বেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭৮৩. রবিউল হাসান, চট্টগ্রাম -২৮৪. দীনময় রোয়াজা, খাগড়াছড়ি ৮৫. আরিফুল ইসলাম তায়েফ, চট্টগ্রাম -১৬৮৬. এড এস এম রোকনুজ্জামান, কক্সবাজার -০২৮৭. আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, ময়মনসিংহ -১১৮৮. মো. মজিবুর রহমান, চট্টগ্রাম -১৩৮৯. মো. জসিম উদ্দিন, কুমিল্লা -৪৯০. মোবারক হোসেন, কুমিল্লা -৬৯১. মনিরুজ্জামান, কুমিল্লা -৩৯২. শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৬৯৩. হাসানুল ইসলাম, পাবনা-৩
এমএএইচ/জেআইএম