চুরি করতে গিয়ে সেলফিএক চোর চুরি করতে গিয়ে সেলফি তুলে পোস্ট করল, ‘এই মাত্র চুরি করতে ঢুকলাম।’ বাড়ির মালিক পোস্টে লাইক করে কমেন্ট করল, ‘ভেব না আমরা ঘুমিয়ে পড়েছি। আমরা জেগে আছি, পুলিশকে খবর দেয়া হয়ে গেছে, তাড়া গাড়ি নিয়ে আসছে।’বাড়ির মালিকের কমেন্টে পুলিশ ইন্সপেক্টর কমেন্ট করল, ‘গাড়ি নষ্ট হয়ে গেছে। আমরা হেঁটে হেঁটে আসছি।’****বোকারা উঠে দাঁড়াওএকদিন ক্লাসে শিক্ষক বলল, ‘যারা নিজেকে বোকা ভাব তারা উঠে দাঁড়াও! কিন্তু কেউই উঠে দাঁড়াল না। কিছুক্ষণ পরমুখে একটা শয়তানি হাসি নিয়ে উঠে দাঁড়াল ক্লাসের সবচেয়ে পাজি ছাত্র বশার।শিক্ষক : ও... তাহলে তুই নিজেকে বোকা ভাবিস?বশার : স্যার, ঠিক তা নয়, আসলে আপনি একাই শুধু দাঁড়িয়ে আছেন, ব্যাপারটা কেমন দেখা যায় না?****পড়ালেখা ও ওজনের সম্পর্কশিথিল : বাবা, আমার ওজন কত হবে?বাবা : তা পঁচিশ-ত্রিশ কেজি হবে।শিথিল : তাহলে তো আমার পড়ালেখা মনে হয় গেল?বাবা : পড়ালেখার সাথে ওজনের সম্পর্কটা কী?শিথিল : অঙ্কের স্যার বলেছেন, ‘এক মন না হলে পড়ালেখা হয় না!****ছবি পত্রিকায় ছাপা হবেস্বামী ও স্ত্রী ঝগড়া করছে। ঝগড়া শেষে এক পর্যায়ে-স্বামী : কোথায় যাচ্ছো?স্ত্রী : সুইসাইড করতে যাচ্ছি।স্বামী : তাহলে এত মেকাপ করছো কেন?স্ত্রী : ওম্মা, কালকে সকালে যে আমার ছবি পত্রিকায় ছাপা হবে।এসইউ/পিআর