টি-টোয়েন্টি ম্যাচ। ২০ ওভারের খেলায় যদি কেউ ১৪ ওভারেই ১৪৯ রান তুলে ফেলে, তাহলে ওই দলের স্কোর কোথায় গিয়ে দাঁড়াবে? আপাতত জানতে আরও ৬ ওভার অপেক্ষা।তার আগে এখনও পর্যন্ত যে ঝড় বার্বাডোজ ট্রাইডেন্টসের ওপর তুলেছেন চাডউইক ওয়ালটন এবং কুমার সাঙ্গাকারা, তাতে রীতিমত ঘামতে শুরু করে দিয়েছে কিয়েরণ পোলার্ডরা।কিংসটনের স্যাবাইনা পার্কে টস জিতেছিল বার্বাডোজ ট্রাইডেন্টসই। তারা ব্যাট করার আমন্ত্রন জানায় গেইল-সাকিব-সাঙ্গাকারার দল জ্যামাইকাকে। ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য গেইলের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে যায় জ্যামাইকা। দলীয় ২২ রানে ব্যাক্তিগত ৮ রানে আউট হয়ে যান তিনি।এরপর ওয়ালটনকে নিয়ে জুটি বাধেন সাঙ্গাকারা এবং শুরু করেন ঝড় তোলা। এ রিপোর্ট লেখার সময় ১০.৫ ওভার ব্যাট করে এ জুটি সংগ্রহ করে ফেলেছে ১২৫ রান। ৪৫ বলে ৮৭ রান নিয়ে ব্যাট করছেন ওয়ালটন। ৮টি বাউন্ডারির সঙ্গে রয়েছে ৫টি ছক্কার মার। সাঙ্গাকারার রান ৩০ বলে ৫০। ৪টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কা। আইএইচএস/এবিএস