খেলাধুলা

বিস্ময়-দাদীমা : যার আশীর্বাদে জার্মানিকে হারাল মেক্সিকো!

দলের একটি জয়। যার জন্য বিশ্বজুড়ে কোটি সমর্থক প্রার্থনায় বসে যান। কখনও আবেগ ছাড়িয়ে যায় সব কিছুকেই। কাছে না পেলে কি আসে যায়, মেক্সিকোর এক দাদীমা যেমন টেক্সাসে টিভির সামনে দাঁড়িয়েই মুখে হাত বুলিয়ে প্রার্থনা করে দিলেন বিশ্বকাপ দলের খেলোয়াড়দের। যার ফলও মিলল মাঠে! বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে শুভসূচনা করলো মেক্সিকো।

বিস্ময়-দাদীমার এই আশীর্বাদের ভিডিওটি টেক্সাসের এল পাসো থেকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছেন তার নাতনী পাওলা। এরপরই সেটা ভাইরাল হয়ে যায়। লাইক আর শেয়ারের বন্যা বয়ে যেতে থাকে।

ভিডিওতে দেখা যায়, ম্যাচের আগে জাতীয় সংগীত চলার সময় টিভি স্ক্রিনের সামনে দাঁড়িয়েই মেক্সিকো ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড়ের মুখে হাত বুলিয়ে আশীর্বাদ করে দিচ্ছেন বিখ্যাত হয়ে যাওয়া ওই দাদীমা। নাতী পাওলা ওই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, 'আমি শতভাগ নিশ্চিত, মেক্সিকোর এই জয়ের কারণ আমার দাদী।'

I’m 100% convinced my grandma was the reason Mexico won pic.twitter.com/9jBRF5wFPE

— paola (@paolaa_janet) June 17, 2018

এমএমআর/জেআইএম