রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন্ন জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচির পৃষ্ঠপোষকতায় ছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নীলদল।
বুধবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলে। বিশ্ববিদ্যালয়ের সংগঠন বাঁধনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. কে বি এম সাইফুল ইসলাম, ড. মো. ইছাক, মো. মহাব্বত আলী, মো. আরিফ হোসাইন, নীপা মোনালিসা প্রমুখ।
এছাড়া শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরাও অংশগ্রহণ করে।
এমআরএম/এমএস