যার সংগ্রহে যত তিমির দাঁত, বিয়ের পাত্র হিসেবে সে তত এগিয়ে
ফিজির স্থানীয় ভাষায় তিমির দাঁতকে বলা হয় ‘তাবুয়া’। এটি মূলত স্পার্ম হোয়েল বা দাঁতওয়ালা তিমির দাঁত, যা প্রাকৃতিকভাবে পাওয়া গেলে অত্যন্ত মূল্যবান বলে বিবেচিত হয়। তাবুয়া শুধু বিয়ের প্রস্তাবেই নয়, বরং শান্তিচুক্তি, ক্ষমা প্রার্থনা, রাজনৈতিক সমঝোতা কিংবা গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে ব্যবহৃত হতো।...